বাবুই পাখির নিজস্ব একটি বাসা আছে
আপনার আছেতো?

দুটি কথা

ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেশ বাংলাদেশ। প্রায় ১৬ কোটি লোকের বসবাস এখানে। ক্ষুধা নিবারণ করতেই যেখানে হিমশিম খেতে হয় মানুষকে- সেখানে একটু মাথা গোঁজার ঠাই যেন সোনার হরিণ। তবুও স্বপ্ন দেখতে ইচ্ছে হয়, একদিন সকলের জন্য হবে একটি ঘর, স্বস্তিতে নিঃশ্বাস নেয়ার একটি আবাসন। আর তাই তো, ইকো রিয়েল এস্টেট লিঃ স্বপ্ন দেখে দেশের স্বল্প আয়ের মানুষের জন্য একটু মাথা গোঁজার জায়গা করে দিতে। দশ লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে চলছে প্রতিদিন। ঢাকাসহ সারাদেশে জেলা, উপজেলা পর্যায়ে এ সকল ফ্ল্যাট নির্মাণের লক্ষ্য নিয়ে চলছে  অগ্রগামী কার্যক্রম। সরকারি- বেসরকারিসহ সর্বস্তরের সহযোগীতা পেলে আমরা সত্যি একদিন গড়ে তুলতে পারবো আমাদের স্বপ্নের নীড়।

Copyright © All rights reserved ECHO REAL ESTATE LTD.